বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

বেনাপোলে ছয় কেজি গাঁজাসহ নারী আটক

যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ছয় কেজি গাঁজাসহ জাইদা খাতুন (৩৪) নামে এক নারীকে পুলিশ আটক করেছে। শনিবার রাতে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। জাইদা বেনাপোল পোর্ট থানার সরবাংহুদা গ্রামের আলী হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পোর্ট থানার এসআই রোকনুজ্জামানের নেতৃত্বে পুলিশ জাইদার বাড়িতে অভিযান চালায়। তারা ওই নারীর ঘরের খাটের নিচ থেকে ছয় কেজি গাঁজাসহ জাইদাকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে রোববার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন