বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

দ্বিগরাজে বাসের ধাক্কায় পথচারী নিহত

মোংলা প্রতিনিধি

খুলনা-মোংলা মহাসড়কের দ্বিগরাজে যাত্রীবাহি বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে দিগরাজ কলেজ রোডের মুখে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে খুলনা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে সুপার ডিলাক্স বাসটি দ্বিগরাজ কলেজ রোডের মুখেপৌঁছে এক পথচারীকে পিছন থেকে স্বজরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হন। পরবর্তীতে তড়িঘড়ি করে চলে যাওয়ার সময় একটি ডিমের ভ্যানে সামনে বাধিয়ে পৌর ট্রাক টারমিনাল পর্যন্ত নিয়ে আসে। এসময় ডিম বোঝায ভ্যান চালক আংশিক আহত হয়। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা বাসটি আটক করে পুলিশের সহায়তায় দিগরাজ পৌর ট্রাক টারমিনালে রাখা হয়েছে। তবে বাসের চালক ও স্টাফরা পালিয়ে গেছে।

মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন বলেন, দুর্ঘটনার পর খুলনা-মংলা মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হলেও প্রশাসনের সহায়তায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন