শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কচুয়ায় পুলিশের অভিযানে আটক ৭

কচুয়া প্রতিনিধি

কচুয়ায় বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে। মঙ্গলবার সকালে এদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলো দক্ষিন মাধবকাঠি গ্রামের হাসান শেখের ছেলে মোঃ নাইম হোসেন, কামারগাতী গ্রামের আনসার মৃধার ছেলে জসিম মৃধা (২০), কিসমত মালিপাটন গ্রামের পরিতোষ ঘরামীর ছেলে প্রশান্ত ঘরামী (৩০), সুশান্ত ঘরামী (২৭), তাদের মা হাসি ঘরামী (৫৫), সুশান্ত ঘরামীর স্ত্রী মন্দিরা ঘরামী (২২) ও প্রশান্ত ঘরামীর স্ত্রী স্বরস্বর্তী ঘরামী (২৬)।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন