শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ফকিরহাটে ওলামা পরিষদের উদ্যোগে মানববন্ধন

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে ওলামা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মাদ ( সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফকিরহাট ওলামা পরিষদ এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। ৩০ অক্টোবর শুক্রবার আসর-বাদ ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান ওই মানববন্ধনে অংশ গ্রহন করে।

ফকিরহাট মডেল থানা পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ মানববন্ধন পরবর্তী সভায় বক্তারা ফ্রান্সকে অবিলম্বে ওই ব্যঙ্গচিত্র সরিয়ে নেয়ার আহবান সহ তা প্রদর্শনের জন্য ফ্রান্স সরকারের পক্ষ থেকে ক্ষমা চাওয়ারও আহবান জানান। বক্তারা বাংলাদেশে ফ্রান্সের সকল পন্য বর্জন সহ ফ্রান্সের সংগে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন