Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফকিরহাটে মুক্তিযোদ্ধা মহব্বত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা এস এম মহব্বত আলী (৭৬) সোমবার দুপুর সাড়ে ১২টায় খুলনাস্থ নিজ বাসভবনে মারা গেছেন। এদিন বিকেল ৫টায় দেয়াপাড়া ঈদগাহ ময়দানে তার গার্ড অব অনার প্রদান করা হয়েছে। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভরি রহমানের নেতৃত্বে জেলা পুলিশের একটি পুলিশের দল তাকে গার্ঢ অব অনার প্রদান করেন। এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, শুভদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপু, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, শেখ মোঃ আবু বকর, শেখ আঃ কাদের সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন