Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাগেরহাটে ২টি আসনে প্রার্থিতা ফিরে পেলেন ৪ জন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

দ্বাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট ২ ও ৪ আসনের প্রার্থিতা ফিরে পেলেন ৪ জন। সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের (প্রার্থিতা বৈধ বা বাতিল) বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানিতে ৪জন প্রার্থিতা ফিরে পেলেন ।

বাগেরহাট -২ আসন : জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম, তৃনমূল বিএনপির মরিয়ম সুলতানা ও স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন প্রার্থিতা ফিরে পেয়েছে।

এছাড়া বাগেরহাট -৪ : আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা এম আর জামিল হোসাইন আপিলে প্রার্থীতা ফিরে পেলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খালিদ হোসেন বলেন, বিভিন্ন মাধ্যমে জেনেছি প্রার্থীতা ফিরে পেয়েছেন। তবে অফিসিয়াল ভাবে এখনও জানা যায়নি বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ, বাগেরহাটে মনোনয়ন পত্র জমা দানের শেষ সময় পর্যন্ত বাগেরহাটের চারটি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিল। ৪ ডিসেম্বর যাচাই –বাছাইয়ে ৬ জনের প্রার্থীতা বাতিল হয়। এদের মধ্যে ৪জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে কমিশনে আপিল করেন।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন