শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

চিতলমারীতে অশ্বিনী সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ অশ্বিনী সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় অশ্বিনী সেবাশ্রম কমিটির উদ্যোগে গঙ্গাচন্না আশ্রম প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সেবাশ্রমের সভাপতি ও বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জিবন গাইনের সঞ্চালণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শেখ বাদশ মিয়া, চরবানিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, সাবেক সভাপতি এস এস সাগরসহ আশ্রমের কয়েকশত ভক্ত। সভায় আশ্রম পরিচালনার ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন