Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রামপালে জমি দখল চেষ্টার অভিযোগ

রামপাল প্রতিনিধি

রামপালের মাদারদিয়া গ্রামে ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সুরাইয়া শারমীন রামপাল থানা ও বাগেরহাট জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের মাদারদিয়া গ্রামের সুরাইয়া শারমীনগংদের ভোগদখলীয় জমি একই এলাকার কাদের শেখ, ইয়াসমিন বেগম, নিলু বেগম, খায়রুল তরফদার, সোবাহান শেখ, আলতাফ শেখ, সজীব শেখ,আলী আজম হাওলাদার ও খোকন গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় দখল নেওয়ার চেষ্টা করেন।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পক্ষে কথা বলেন, অ্যাডভোকেট আয়শা সিদ্দিকা। তিনি বলেন, বিরোধীয় জমি শরীকগন পাবেন। আনীত অভিযোগ সঠিক নয়।

অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি (তদন্ত) মোঃ নজরুল ইসলামের কাছে জানতে চাইলে অভিযোগের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করবো।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন