ফ‌কিরহা‌টে ঘের থে‌কে গৃহবধূর লাশ উদ্ধার

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলার ফকিরহাটে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বাহিরদিয়া গ্রামের একটি ঘেরের মধ্য থেকে ওই মহিলার লাশটি উদ্ধার করা হয়।

সরেজমিনে জানা যায়, গৃহবধূ সুমি আক্তার পুতুল (২৫) বাহিরদিয়া গ্রামের মোঃ সিদ্দিক এর স্ত্রী। তাদের ঘরে ছোট দুটি সন্তান রয়েছে। এদিন সকালে তার বাড়ীর পার্শ্ববর্তী একটি ঘেরের মধ্য লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ফকিরহাট মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

ফকিরহাট মডেল থানার ওসি আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বলেন, সুরতহাল রিপোর্ট করে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। সুমি আক্তার পুতুল (২৫) নামের ওই মহিলা দুই সন্তানের জননী।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন