Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফকিরহাটে ইয়াবাসহ ২ যুবক আটক

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলার ফকিরহাটে ৯৯ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মহিলা কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকী গ্রামের মৃত আতিয়ার রহমানের পুত্র বাপ্পি (২৭) ও বাহিরদিয়া ইউনিয়নের আট্টাকা গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের পুত্র শাহরিয়ার রহমান বাবু (৩২)।

খুলনার শিরোমনি আর্মড পুলিশ ব্যাটেলিয়ান-৩ এর পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে আর্মড পুলিশের একটি দল ফকিরহাটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাসী করে উদ্ধার করা হয় ৯৯ পিস ইয়াবা।

ফকিরহাট মডেল থানা সূত্র জানিয়েছে, ৯৯ পিস ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদক আইনে একটি মামলা (মামলা নং-৮, ১৩/১০/২০২০ইং) হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন