মোংলায় মটরসাইকেল দুর্ঘটনার ইব্রাহিম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ইব্রাহিম মোংলা পৌর শহড়ের শামসুর রহমান রোড়ের সাবেক কাউন্সিলর ইমাম হোসেন রিপরনের বাড়ি ভাড়াটিয়া এবং মৃত সুলতান আহম্মেদের ছেলে।
নিহত ইব্রাহিম মোংলায় গ্রামীণফোন সিম কোম্পানির এস আর হিসেবে কর্মরত ছিল।
তার নিকট আত্মীয় ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় প্রতিদিনের ন্যায় আজ ৩০ শে জুলাই রবিবার বিকেলে বাসা থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হলে মোংলা চিলা ইউনিয়নের এক নং ওয়ার্ড চিনির ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়। তবে কিসের সাথে বা কিভাবে দুর্ঘটনা শিকার হয়েছে তা কেউ জানাতে পারেনি।
ঘটনা স্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর সরদারের সাথে কথা বলে জানা যায় আসরের নামাজ শেষে তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় এক যুবককে রক্তাক্ত অবস্থায় মোটরসাইকেল সহ রাস্তায় পড়ে থাকতে দেখেন। তারা দ্রুত ওই যুবকের কাছে ছুটে গেলে তার কোন সারা শব্দ না পেয়ে মংলা থানা পুলিশকে জানায়। তবে ওই সময় ওই রাস্তাটি একেবারেই ফাঁকা ছিল। কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কোন যানবাহন তাকে মেরে দিয়ে চলে গেছে। তার ব্যবহৃত মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে মুছড়ে গেছে এবং তার মাথার বাম পাশে বড় ধরনের ইনজুরি থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে মোংলা থানার (সেকেন্ড অফিসার) এসআই ঠাকুরদাস বলেন ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় বড় ধরনের ইনজুরি থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে কিভাবে দুর্ঘটনা ঘটলো তা আমরা তদন্ত করছি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/কেডি