Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন বাগেরহাটের ৭৬ সাংবাদিক

বাগেরহাট প্রতিনিধি

করোনাকালীন প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে অনুদানের চেক পেলেন বাগেরহাটের ৭৬ সাংবাদিক। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মাঝে এই চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালযের যুগ্ম সচিব (প্রেস) এস এম মাহফুজুল হক।

অনুষ্ঠানে বক্তৃতা করেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ ফিরোজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এড. এমডি মোজাফফর হোসেন, সাংবাদিক অধ্যাপক এ বি এম মোশাররফ হোসেন, আহাদ উদ্দিন হায়দার, সমীর বরণ পাইক প্রমুখ।

বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাগেরেহাট জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাগেরহাটের ৫১ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয় এর আগে বাগেরহাটের ২৫ জন সাংবাদিক করোনাকালীন প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের অনুদান পেয়েছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন