Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মৎস্য উন্নয়ন করপোরেশন মোংলার ম্যানেজারের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ

রামপাল প্রতিনিধি

বাগেরহাটের মোংলার বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ম্যানেজারের বিরুদ্ধে এক ব্যাক্তিকে চাকরি দেয়ার নাম করে অর্থ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী রামপালের বাইনতলা গ্রামের হুমায়ূন কবির প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, গত ২২ জুলাইন মাষ্টার রোলে চাকরি দেয়ার কথা বলে হতদরিদ্র হুমায়ুন কবিরের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন মোংলা শাখার ম্যানেজার মোঃ জসীম উদ্দিন। পরে চাকরি দিতে ব্যর্থ হওয়ায় হুমায়ুন কবির টাকা ফেরত চান ওই কর্মকর্তার কাছ। এ নিয়ে তিনি স্বাক্ষীসহ দেনদরবার করে ও কোন সুরাহা করতে পারেননি।

অভিযোগ অস্বীকার করে মৎস্য উন্নয়ন করপোরেশনের ম্যানেজার মোঃ জসীম উদ্দিন বলেন, আমি অভিযোগকারীকে চিনিই না।

এব্যাপারে মংলা থানার এএসআই রুহুল আমীন জানান, ওসি অভিযোগ নিষ্পত্তির জন্য ওই করপোরেশনের উর্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে বলেছেন, যেহেতু বিষয়টি অর্থ সংক্রান্ত।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন