শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরের চাঞ্চল্যকর রনি হত্যা মামলার আসামি নুরুর আত্মসমর্পন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চাঞ্চল্যকর রনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নূর ইসলাম ওরফে নুরু মহুরি আদালতে আত্মসমর্পন করেছেন। তিনি যশোর সদর উপজেলার ভাতুড়িয়া নারায়নপুর গ্রামের মৃত ওসমানের ছেলে। সোমবার যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবির উদ্দিন প্রামাণিকের আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

গত ১ অক্টোবর সন্ধ্যায় চাঁচড়া গোলদারপাড়ার বাবর আলীর ছেলে রনিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ২ অক্টোবর রাত আটটায় চাঁচড়া বর্মণপাড়ার শ্মশানের পাশের একটি খাল থেকে রনির মরদেহ উদ্ধার হয়।

এ ঘটনায় রনির মা ছায়রা বেগম নারায়নপুরের মৃত ওসমানের ছেলে নুরু মহুরি ও তার ছেলে ইসরাজুলসহ ১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এরপরেই চাঁচড়া বর্মনপাড়ার পুলিন বর্মনের ছেলে রকিকে আটক করে পুলিশ।

এ মামলায় দীর্ঘদিন পলাতক থেকে এক পর্যায়ে উচ্চ আদালত থেকে জামিন নেন নুরু। সর্বশেষ সোমবার তিনি যশোর নি¤œ আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন জানালে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন