জিতলে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার সুযোগ থাকবে। হারলে বিদায়। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই ‘বাঁচা-মরার’ লড়াই হয়ে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ এই টি-২০ ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশে চার পরিবর্তন এনেছে। ওপেনার পারভেজ ইমনকে বাদ দিয়ে নেওয়া হয়েছে সাইফ হাসানকে। শরিফুল ইসলামের জায়গায় ঢুকেছে তাসকিন আহমেদ। নাসুম আহমেদ খেলছেন শেখ মাহেদীর জায়গায়। পেস অলরাউন্ডার তানজিম সাকিবকে বসিয়ে নেওয়া হয়েছে ব্যাটার নুরুল হাসান সোহানকে।
যার অর্থ বাংলাদেশ নিয়মিত দুই পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে। বাকি চার ওভার হাত ঘোরানোর দায়িত্ব থাকবে পার্ট টাইম স্পিনার সাইফ হাসান ও শামীম পাটোয়ারির ওপর। আফগানরা অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে।
বাংলাদেশ এর আগে নিজেদের প্রথম ম্যাচে হংকং-এর বিপক্ষে জিতেছে। তবে বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে। হংকংকে উড়িয়ে এশিয়া কাপ যাত্রা শুরু করেছিল আফগানিস্তানও।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: সাদিকুল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, আল্লাহ গজনফর, ফজলহক ফারুকি।
খুলনা গেজেট/এমআর