খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিতি সভা (ওরিয়েন্টেশন-২০২৫) আজ অনুষ্ঠিত হবে। ক্লাস শুরু হবে আগামী রবিবার (১৭ আগস্ট) থেকে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তর থেকে জানা যায়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিতি সভা (ওরিয়েন্টেশন-২০২৫) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
এ বছর মোট ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৬৫ জন। তিনটি অনুষদে ভাগ হয়ে শিক্ষার্থীদের পৃথকভাবে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের, সকাল সাড়ে ১০টা থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের এবং সর্বশেষ বেলা পৌনে ১২টায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।
পরিচিতি সভায় উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী, অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানের পর একই দিন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিভাগীয় পরিচিতি সভা, কোর্স রেজিস্ট্রেশন এবং বিভিন্ন একাডেমিক বিষয়াবলী সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হবে।
খুলনা গেজেট/এএজে