Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

“জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালনে কুয়েটে বিভিন্ন কর্মসূচি

গেজেট ডেস্ক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর পক্ষ থেকে মঙ্গলবার (৫ আগস্ট) “জুলাই গণঅভ্যুত্থান দিবস” যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উওোলন।

এছাড়া সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সন্তানদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় ১৫ মিনিটে অডিটোরিয়ামে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সকাল সাড়ে ১১টায় অডিটরিয়ামে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষ্যে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন