“মায়ের চোখের কোণে লুকানো উদ্বেগ, শিশুর মুখে ভবিষ্যতের প্রতিচ্ছবি” এই মানবিক ভাবনা থেকেই রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘আলোর আঁচল: মায়ের যত্নে শিশুর স্বপ্ন’ শীর্ষক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি। গত শনিবার (২৭ জুলাই) খুলনার লবণচরার ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রায় ৮০ জনের বেশি মা ও শিশু।
এই আয়োজনের মূল লক্ষ্য ছিল মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, সচেতনতামূলক সেশন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পান। শিশুদের পুষ্টি, টিকাদান, সংক্রমণ প্রতিরোধ এবং মায়েদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য বিষয়ক নানা দিক নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। তিনি বলেন, সুস্থ মা মানেই সুস্থ প্রজন্ম। তাই পরিবার ও সমাজে স্বাস্থ্যসচেতনতার প্রসারে এমন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং প্রয়োজন অনুযায়ী নিয়মিত চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান জানান।
আয়োজনটির সফল বাস্তবায়নে বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও পেশাজীবী সংগঠন সহযোগিতা করে।
আয়োজকদের মতে, ‘আলোর আঁচল’ শুধু একটি স্বাস্থ্যসেবা ক্যাম্প নয়, বরং এটি মা ও শিশুকে ঘিরে একটি সচেতন সমাজ গড়ার প্রতিশ্রুতি।
তারা বলেন, একটু যত্ন ও একটু সচেতনতা এই দুইয়ের সংমিশ্রণেই বদলে যেতে পারে বহু ভবিষ্যৎ। সেই বিশ্বাস থেকেই আমাদের এই যাত্রা।
ভবিষ্যতেও তারা এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন, যেন সমাজের প্রান্তিক জনগোষ্ঠীও স্বাস্থ্যসেবা ও সচেতনতায় পিছিয়ে না থাকে।
খুলনা গেজেট/এএজে