Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

আজ জরুরী সভা ডেকেছে কুয়েট শিক্ষক সমিতি

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘র নবাগত উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী যোগ দেওয়ার পর  আজ জরুরী সভা ডেকেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা সমিতির ১০ম এ সাধারন সভা (জরুরী) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় মঙ্গলবার থেকে একাডেমিক কার্যক্রম চালুসহ বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিয়ে উপাচার্য শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক করেন।

একই দিন বেলা সাড়ে ৩ টায় প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সের সকল বিভাগের ভিপি, সিআর ‘দের সাথে মতবিনিময়কালে উপাচার্য  শিক্ষার্থীদের মঙ্গলবার (২৯ জুলাই) থেকে  ক্লাস শুরুর ব্যাপারে আশ্বস্ত করেন।

এদিকে ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষের ফলে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিকীকরণ, উভয় পক্ষের মধ্যে সমঝোতা ও সহনশীলতা বৃদ্ধির সম্ভাব্য সমাধান, বিশ্ববিদ্যালয়ের বাহিরে অবস্থানরত শিক্ষার্থীদের আবাসস্থল, যাতায়াত এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের বিষয়াদি নিয়ে  বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন বিষয়ক কমিটির সাথে আজ মতবিনিময় করবেন নবাগত উপাচার্য।

সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এ মতবিনিময়  সভা অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, খানজাহান আলী, দৌলতপুর, আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, ছাত্রকল্যাণ পরিচালক, নিরাপত্তা কমিটির সভাপতি, নিরাপত্তা কর্মকর্তাসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।

ভাইস চ্যান্সেলরের  নির্দেশক্রমে ওই মতবিনিময় সভার বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এইচ/লিপু




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন