Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

‌নিজস্ব প্রতি‌বেদক

খুলনা আযম খান সরকারি কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের গেল এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছেলে-মেয়েকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় আযম খান সরকারি কমার্স কলেজে (মোস্তাফিজুর রহমান মিলনায়ত) এ সংবর্ধনার আয়োজন করা হয়।

কলেজটির প্রাক্তন ছাত্র সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতিকুর রহমান তিতাস। প্রধান অতিথি ছিলেন আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান প্রধান।

মাসুমুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক সমিতির সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্যাবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর আবুল ফজল, হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক তারক চাদ ঢালী, নুরুজ্জামান মিথুন, সৈয়দ ওয়েজ করনী ধ্রব, মোস্তাক আহমেদ, বাহারুল আলম, রবিউল আলম বিপ্লব, মোজাম্মেল হক, উত্তম কুমার, শাহিন আহমেদ, জাহাঙ্গীর কবির বাবলু, আকরাম হোসেন, আব্দুল আলিম, কামাল সিন্দাইনী, আলমগীর হোসেন, আবুল বাসার শেখ শামসার হোসেন আবিদ, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

এস এস সি ও দাখিলে জিপিএ- ৫ প্রাপ্ত মোট ১৭ জন এবং খুলনা মেডিকেল এ চান্স প্রাপ্ত শিক্ষার্থী সাজিদা সুলতানা ফাইজাকে এ সংবর্ধনা দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন