রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

কুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের দায়িত্বে ইউজি‌সি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক বেতন-ভাতা প্রদানে সাময়িক সময়ের জন্য আর্থিক ক্ষমতার দায়িত্ব পেয়েছেন ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান। কুয়েট-এর ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেম স্বাক্ষরিত এক চিঠিতে এই দায়িত্ব অর্পণের কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ মে থেকে উপাচার্য না থাকায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’ র ১১’শ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে প্রায় তিন মাস। বন্ধ রয়েছে একাডেমিক সকল কার্যক্রম। বেতন-ভাতা না পেয়ে মানবতার জীবনযাপন করছে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক কর্মচারী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স, কর্মকর্তা ও কর্মচারী সমিতির ব্যানারে বেতন ভাতার দাবিতে মানববন্ধনসহ শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি’র কাছে দাবি জানিয়ে আসছিলেন।

খুলনা গেজেট/এমএম/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন