Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

এবার রোকেয়া হলের তালা ভাঙলেন ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

এবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের তালা ভেঙ্গে প্রবেশ করলেন ছাত্রীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষার্থীরা রোকেয়া হলের তালা ভাঙ্গেন। এ সময় ছাত্র হলের বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের তালা ভাঙতে সহায়তা করেন।

ভিসি’র পদত্যাগের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলোর তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে শিক্ষার্থীরা। গত দুই মাস ধরে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী আবাসিক হলও তালাবদ্ধ ছিল। সর্বশেষ সেটিরও তালা ভেঙ্গে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেছে।

এসময় রোকেয়া হলে সামনে অবস্থানকারী শিক্ষার্থীরা বলেন, এখন আমরা ১০/১৫ জন এসেছি। আমাদের অনেক শিক্ষার্থী বাইরে রয়েছে। তারাও আজ কালকের মধ্যে হলে প্রবেশ করবে।

ভিসি পদত্যাগের একদফা দাবিতে গত সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন কুয়েটের ৩২ শিক্ষার্থী। মঙ্গলবার তাদের ৪ জন অসুস্থ হয়ে পড়েন এবং একজনের মা অসুস্থ থাকায় তিনি বাড়ি ফিরে যান। বর্তমানে টানা ২৭ ঘণ্টা ধরে অনশনরত রয়েছেন ২৭ শিক্ষার্থী।

 

খুলনা গেজেট/ টিএ

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন