বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বৈকালী মোড়ে সড়ক অবরোধ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক

ছয় দফা দাবিতে খুলনায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বৈকালী মোড়ে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এক ঘন্টা সেখানে অবস্থান করার পর সাড়ে ৯টার দিকে সড়ক ছেড়ে দেয় তারা। পরে মিছিল সহকারে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আমাদের ছয় দফা দাবি মানতে হবে। এর মধ্যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগসহ ছয় দফার সকল দাবি মানতে হবে বলে জানান তারা।

খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাতুল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা সড়কে অবস্থান নিয়েছি ও বিক্ষোভ মিছিল করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন