Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দ্বিতীয় দিনের মতো খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন কুয়েটের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত উপেক্ষা করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’ র আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে  আন্দোলনরত শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মত প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে  রাত্রিযাপন করেছে।
রাত ১২ টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় , প্রশাসনিক ভবনের সামনে রাত্রি  যাপনের জন্য বর্তমানে  আমরা ২০/২৫ জন শিক্ষার্থী অবস্থান করছি। বাকিরা রাতের খাবার খেতে ক্যাম্পাসের বাইরে গেছে। খাবার শেষে তারা আমাদের সঙ্গে যোগ দিবে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রবিবার (১৩ এপ্রিল) বেলা ৩টা টায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।
উদ্ভূত পরিস্থিতির কারণে সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরী সিন্ডিকেট সভা আহ্বান করে। টানা তিন ঘন্টা সভা শেষে রাত দশটায় সিন্ডিকেট সদস্যরা  প্রশাসনিক ভবন থেকে বের হয়ে যায়।
প্রশাসনিক ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের অভিযোগ, সিন্ডিকেট সদস্যেদের প্রশাসনিক ভবনের পিছন দিক দিয়ে বের হতে দেখে আমরা তাদের সঙ্গে কথা বলতে চাইলেও তারা আমাদের সঙ্গে কোন ধরনের কথা না বলে চলে যায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় থেকে  গণমাধ্যমে পাঠানো প্রেস রিলিজ  সংবাদপত্রে প্রকাশিত সংবাদ দেখে আমরা সিন্ডিকেটের সিদ্ধান্ত জানতে পারি।
শিক্ষার্থীরা জানান , আমাদের অন্যতম  দাবি আবাসিক হলগুলো খুলে  না দেওয়ার সিদ্ধান্তে আমরা ভীষণ ক্ষুব্ধ। যে কারণে দ্বিতীয় দিনের মত আমরা  প্রশাসনিক ভবনের সামনে রাত্রি যাপনের সিদ্ধান্ত নিয়েছি । আগামীকাল সকালে  সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের যে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার হয়েছে তাদের তালিকা দেখে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।
খুলনা গেজেট/লিপু




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন