শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

আমেরিকান কর্ণার খুলনায় “ডিবেট ফেস্ট ২০২৪” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আমেরিকান কর্ণার খুলনায় “ডিবেট ফেস্ট ২০২৪” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১জুন) ডিবেট অর্গানাইজার বাংলাদেশের সহযোগিতায় আমেরিকান কর্ণার খুলনা এ প্রতিযোগিতার আয়োজন করে। খুলনার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিবেট অর্গানাইজার বাংলাদেশের সভাপতি এইচ এম মার্জান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইউবিটি খুলনার রেজিস্ট্রার ড. মো. শাহ আলম।

আয়োজনে শিক্ষার্থীদের বিতর্ক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং একক বিতর্ক, বারোয়ারী বিতর্ক ও উপস্থিত বক্তৃতা বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফেকেট প্রদান করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন