সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোর বোর্ডে পাশের হারে শীর্ষে খুলনা, এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

যশোর বোর্ডে পাশের হারে শীর্ষ অবস্থান করছে খুলনা জেলা। এ বছর যশোর বোর্ডে গড় পাশের হার ৬৯ দশমিক ৮৮ শতাংশ। এর মধ্যে খুলনা জেলায় পাশের ৮০ দশমিক ০৪ শতাংশ। পাশের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে খুলনার মেয়েরা।

যশোর বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় খুলনার ১০২টি কলেজের ২১ হাজার ১৭৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৯৫১ জন শিক্ষার্থী।

পাশের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। খুলনার কলেজগুলো থেকে এ বছর ১০ হাজার ৯৪৬ জন ছেলে পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাশ করেছেন ৮ হাজার ৪৭০ জন। পাশের হার ৭৭ দশমিক ৩৮ শতাংশ।

অন্যদিকে ১০ হাজার ২৩৩ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাশ করেছেন ৮ হাজার ৪৮১ জন। পাশের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন