রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

অগ্রণী ব্যাংকের উদ্যোগে এমএসএমই দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

‘এমএসএমই প্রবৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, রাষ্ট্রের সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্রণী ব্যাংক পি এল সি খুলনা আঞ্চলিক কার্যালয়, কেডিএ নিউ মার্কেট শাখা ও ফুলতলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক এমএসএমই দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সার্কেল সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক সমর কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মশিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক প্রদীপ কুমার চক্রবর্তী।

শাখার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা এবং গ্রাহকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ এমএসএমই ঋনের গুরুত্ব, সমাজ এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে এমএসএমই ঋণ কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

অনুষ্ঠান দুটিতে সভাপতিত্ব করেন যথাক্রমে কেডিএ নিউ মার্কেট শাখার প্রধান মোঃ শরিফুল ইসলাম এবং ফুলতলা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন