বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

দেশে করোনায় আরো ৩২ জনের প্রাণহানি, মৃত্যু ৪৯০০ ছাড়াল

গেজেট ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৫৬৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৯১৩ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৯৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫৮৭ টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ১৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৮ লাখ ৯ হাজার ৬৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৯০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ২৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪১শতাংশ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন