বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২
একদিনে আক্রান্ত ৩৭৩ জন

যশোরে ভারতফেরত ক্যান্সার রোগীসহ ১৫ জনের মৃত্যু

যশোরে গেল ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নয়জন করোনা পজিটিভ ও ছয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ১৪০ সিটের বিপরীতে ২০২ জন রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, শনিবার ভোরে আশালতা বিশ্বাস (৬৫) নামে ভারতফেরত এক নারী মারা গেছেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন বলে জানিয়েছেন যশোর বক্ষব্যাধী হাসপাতালের ফোকাল পারসন ডা. পলাশ কুমার দাস। আশালতা বিশ্বাস গত ১ জুলাই ভারত থেকে দেশে ফেরেন। এরপর তিনি যশোর বক্ষব্যাধী হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। আশালতা মাগুরা সদরের বাকুড়া গ্রামের বিনম্র বিশ্বাসের স্ত্রী।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের কোভিড-১৯ জোনে ১৫ জনের মৃত্যু হয়েছে। এদেরমধ্যে ৮ জন করোনায় রেডজোনে ও বাকি ৭ জন ইয়োলোজোনে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।

এদিন যশোরে ১০৬১ টি নমুনা পরীক্ষায় ৩৭৩টি পজিটিভ হয়েছে। যা এদিন পরীক্ষা অনুসারে শনাক্তের হার ৩৫ দশমিক ৩৩ শতাংশ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৭১৬টি পরীক্ষায় ২৫০টি, হাসপাতালের র‌্যাপিড অ্যান্টিজেন ৩২৩টি পরীক্ষায় ১১৯টি, জিন এক্সপার্ট ১১টি পরীক্ষায় ২টি ও আরো ১১টি আরটিপিসিআর পরীক্ষায় ২জন পজিটিভ হয়েছে।

এদিকে, যশোরে করোনা সংক্রমণের এ ঊর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরে কাজ করছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আখতারুজ্জামান বলেন, হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৪০ সিটের বিপরীতে ২০২ জন ভর্তি রয়েছেন। করোনা আক্রান্ত যেসকল রোগীকে হাসপাতালে আনা হচ্ছে তারা মুমূর্ষু। এসব কারণে মৃত্যু রোধ করা যাচ্ছে না।

 

খুলনা গেজেট/এমএইচবি

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন