বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে ছাদ থেকে পড়ে এক ইমারাত নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) বুইকারা ধোপাপাড়া এলাকার বাসিন্দা দীনায় কন্ডুর বাড়িতে ইমারাত নির্মাণ শ্রমিক আক্তার মোড়ল (৪২) হাতুড়ি ও ছেনি নিয়ে এক তলা বিশিষ্ট ছাদে ওঠে কাজ করতে থাকে। এক পর্যায়ে সে ছাদ থেকে পড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। আক্তার মোড়ল উপজেলার দেয়াপাড়া গ্রামের মজিদ মোড়লের ছেলে।

কর্তব্যরত চিকিৎসক জানান, আক্তার মোড়ল ছাদ পড়ে গুরুত্বর আঘাত লেগে পথেই তার মৃত্যু হয়।

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন