বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

চৌগাছায় করোনায় নতুন আক্রান্ত ৭

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় নতুন করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৮ জুন ৪০ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিনম সেন্টারে পাঠানো হয়। মঙ্গলবার উপজেলার ২৪টি নমুনা পরীক্ষায় এই ৭ জনের করোনা শনাক্ত হয় বলে জানা গেছে।

নতুন শনাক্তরা হলেন, মাধবপুরের আমজাদ হোসেন (৬০), সুখপুকুরিয়ার মতিয়ার রহমান (৬৮), পাশাপোলের মুকুল হোসেন (৬০), চৌগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের আছমা সুলতানা (৪৭), রায়হান হোসেন (২৬), জগদীশপুরের নিশান (২৬) ও পাতিবিলার জাবেদা খাতুন (৬০)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকি জানান, গত ২৮ জুন ৪০ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিনম সেন্টারে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার ২৪ টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন