যশোরের মণিরামপুর উপজেলার এড়েন্দা গ্রামের কিশোরীকে গণধর্ষণ মামলায় দু’জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্তরা হলো, মণিরামপুরের এড়েন্দা বিলপাড়ার আজিজুর রহমানের ছেলে বাবু ওরফে রায়হান হোসেন ও যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের নুরনবী বিশ্বাসের ছেলে মমিনুর রহমান।
মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৩ নভেম্বর ওই কিশোরী যশোর সদর উপজেলার মন্ডলগাতি বাজার থেকে আসামিদের মোটরসাইকেলে বাড়ি এড়েন্দা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যায় এড়েন্দা গ্রামের কালিচরণের কলাবাগানের কাছে পৌঁছালে আসামিরা ওই কিশোরীকে জোরপূর্বক বাগানে নিয়ে গণধর্ষণ শেষে ফেলে রেখে পালিয়ে যায়। কিশোরী বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়।
এ ব্যাপারে ওই কিশোরীর মা ২৬ নভেম্বর গণধর্ষণের অভিযোগে মণিরামপুর থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই দু’জনকে অভিযুক্ত করে সোমবার আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত মমিনুরকে পলাতক দেখানো হয়েয়েছে।
খুলনা গেজেট/এমএইচবি