শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

অভয়নগরে বাক প্রতিবন্ধী আব্বাছ মোল্যা ২৬ দিন যাবৎ নিখোঁজ

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরের বাক প্রতিবন্ধী আব্বাছ মোল্যা ২৬ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, উপজেলার শংকরপাশা গ্রামের মোঃ আয়ুব আলীর পিতা বাক প্রতিবন্ধী ও ডান চোখে দেখতে পায়না। আব্বাছ মোল্যা (৬৪) ২৬ দিন ধরে নিখোজঁ রয়েছেন। তিনি তার বোনায় দেয়াপাড়া গ্রামের আমজেদ গাজীর বাড়িতে দাওয়াত খেতে যান। এরপর তিনি বেড়াতে বসুন্দিয়ায় তার বড় মেয়ে নুরজাহান বেগমের বাড়ির উদ্দেশ্য রহনা হন।

মোঃ আয়ুব আলী জানান, তার বাবা আব্বাছ মোল্যা বোনের বাড়িতে পৌছায়নি। অনেক খোজাঁখুজির পরেও তার বাবাকে দীর্ঘ ২৬ দিন ধরে পাচ্ছেন না। তাছাড়াও তিনি যশোর, বসুন্দিায়, নওয়াপাড়া, ফুলতলাসহ বিভিন্ন এলাকায় মাইকিং করেছেন। এতে কোন ফল পান নি। এ ব্যাপারে তিনি অভয়নগর থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং ৩২৩ । তারিখ ৩/৬/২১।

মোঃ আয়ুব আলী জানিয়েছেন, যদি কোন ব্যক্তি তার পিতার খবর পান তাহলে এই মোবাইল নম্বরে ০১৭১৮৭০২০২৮ জানাবেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন