যশোরের মণিরামপুরে শনিবার (২৬ জুন) ৪২ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের দেহে করোনা পজেটিভ মিলেছে। এর মধ্যে পুরুষ ১৮ এবং নারী ১৪ জন। এ পর্যন্ত মোট চিকিৎসাধীন রয়েছেন ১৩০ জন।
এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন এবং ১২২ জনের বাসা-বাড়িতে লকডাউনের মধ্যে চিকিৎসা চলছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুপ কুমার বসু।
হাসপাতাল সূত্র জানায়, এ উপজেলায় করোনায় দিন দিন মৃত্যু ও সংক্রমণের হার ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। একটি সূত্র জানায়, চলমান লকডাউনে মণিরামপুর পৌর শহরে প্রশাসনের নজরদারি চোখে পড়ার মত লক্ষ্য করা গেলেও উপজেলার গ্রামাঞ্চল ও হাট-বাজারগুলোতে নাজুক অবস্থা বিরাজ করছে। যে কারণে, পৌর এলাকায় করোনা সংক্রমণের হার কম হলেও গ্রামাঞ্চলে সংক্রমণের হার বেশী দেখা দিয়েছে।