বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

মণিরামপুরে ৪২ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত 

মণিরামপুর প্রতিনিধি 

যশোরের মণিরামপুরে শনিবার (২৬ জুন) ৪২ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের দেহে করোনা পজেটিভ মিলেছে। এর মধ্যে পুরুষ ১৮ এবং নারী ১৪ জন। এ পর্যন্ত মোট চিকিৎসাধীন রয়েছেন ১৩০ জন।

এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন এবং ১২২ জনের বাসা-বাড়িতে লকডাউনের মধ্যে চিকিৎসা চলছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুপ কুমার বসু।

হাসপাতাল সূত্র জানায়, এ উপজেলায় করোনায় দিন দিন মৃত্যু ও সংক্রমণের হার ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। একটি সূত্র জানায়, চলমান লকডাউনে মণিরামপুর পৌর শহরে প্রশাসনের নজরদারি চোখে পড়ার মত লক্ষ্য করা গেলেও উপজেলার গ্রামাঞ্চল ও হাট-বাজারগুলোতে নাজুক অবস্থা বিরাজ করছে। যে কারণে, পৌর এলাকায় করোনা সংক্রমণের হার কম হলেও গ্রামাঞ্চলে সংক্রমণের হার বেশী দেখা দিয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন