শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে র‌্যাবের পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ কারবারি আটক

যশোর প্রতিনিধি

যশোরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও ৪শ’ ৮০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে।

শুক্রবার রাতে র‌্যাব যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসানের নেতৃত্বে একটি টিম শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে। বেজপাড়া শান্তি কমিটির অফিসের গলি থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

এদিকে, র‌্যাবের অপর একটি টিম ঝিকরগাছা উপজেলার বোধখানা মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে বারাকপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আজিজুর রহমান রিয়নকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪শ’৮০ পিছ ইয়াবা উদ্ধার হয়।

এসব ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন