বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

কেশবপুরে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে করোনায় গত ২৪ ঘন্টায় আরো ৬ জন আক্রান্ত হয়েছে। হাসপাতালে ১৩ জন রুগী ভর্তি। করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল হাসপাতালে ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। কেশবপুরে করোনা পজিটিভ গ্রামে ছড়িয়ে পড়েছে। গত বুধবার রাতে জ্বর, কাশি, গায়ে ব্যাথার মত করোনার উপসর্গ নিয়ে পৌরসভার হাবাসপোল এলাকার মানিক সরদার (৬৫) ও একই লক্ষণে বৃহস্পতিবার দুপুরে শহরের মহিউদ্দিনের স্ত্রীর মৃত্যু হয়েছে।

এদিকে কেশবপুর উপজেলা সদর সহ সব গ্রাম্য হাটবাজারে কঠোর লকডাউন চলছে। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন সাংবাদিকদের জানান লকডাউন আরো জোরদার করা হবে।

গতকাল লকডাউন চলাকালে বিধিনিষেধ না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে ১১ জন কে ৬ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ হতে রাতেও অভিযান চলবে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন