যশোরের চৌগাছায় নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২০ জুন ২৩ জনের নমুনা পাঠানো হয়। সেই নমুনা সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনম সেন্টারে পরীক্ষায় মঙ্গলবার ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন শনাক্তরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার তৈয়বুর রহমান (২৫) তার স্ত্রী হাসপাতালের নার্স মানামি খাতুন (২৫), পৌর এলাকার সরকারি কলেজপাড়ার মনিরুল ইসলাম (৪৬), মাঠপাড়ার সাগর হোসেন (২০), বিশ্বাসপাড়ার আবুল কাশেম (৬৬), ৭নং ওয়ার্ডের কপোতাক্ষীপাড়ার সৌরভ শেখ (২২), নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গার রিপন হোসেন (২২), স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ গ্রামের সাইদুর রহমান (৪০), জগদীশপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের লাকিয়া রহমান (৪৬)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি বলেন, গত ২০ জুন ২৩ জনের নমুনা পাঠানো হয়। সেই নমুনা সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনম সেন্টারে পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরো বলেন, শনাক্ত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ক্রমেই চৌগাছায় করোনা শনাক্তের হার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। চৌগাছাবাসীকে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানায়।
খুলনা গেজেট/ টি আই