বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

মণিরামপুরে নদীতে গোসল করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে নদীতে গোসল করতে গিয়ে দুই সন্তানের জননী মোমেনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে হরিহর নদীতে এ ঘটনা ঘটে। তিনি পৌর এলাকার হাকোবা গ্রামের নির্মাণ শ্রমিক ইসমাইল হোসেনের স্ত্রী।

প্রতিবেশী সূত্রে জানাযায়, গৃহবধূ মোমেনা দুপুরে রান্নার কাজ সেরে নদীতে গোসল করতে আসেন। ওই সময় গুড়ি গুড়ি বৃষ্টির কারণে নদীর আশে পাশে অন্য কোন লোকজন ছিলনা।

পরিবার ও স্থানীয়দের ধারণা, মোমেনা খাতুনের শারিরীকভাবে গা-কাপা রোগ থাকায় তিনি নদীতে পড়ে যেয়ে আর উঠতে পারেননি। নদী সংলগ্ন বাড়ির এক শিশু তাকে পানিতে ভাসতে দেখে তার মাসহ অন্যান্যদের জানায়। খবর পেয়ে মোমেনার স্বামী ইসমাইল হোসেনসহ পরিবারের অন্যান্যরা তাকে নদী থেকে মৃত অবস্থায় উঠিয়ে বাড়িতে নিয়ে যায়। নদীর পানিতে ডুবে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ আজীম হোসেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন