খুলনা, বাংলাদেশ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৮ মে, ২০২৪

Breaking News

  করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১
  তিন জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৭ জনের
  রাঙামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ সদস্যসহ নিহত ২
  সাতক্ষীরার তালায় ধানের ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত আরও ১১ জন

চৌগাছায় প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ 

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শহরের তুলনায় গ্রামে করোনা সংক্রমিত হচ্ছে বেশি। প্রতিনিয়ত সংক্রমণ বাড়লেও সাধারণ মানুষের মাঝে নেই সচেতনতা। এমতাবস্থায় সাধারণ মানুষের মাঝে ভীতির সঞ্চার হয়েছে। এলাকার সচেতন মহল করোনা মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা কামনা করছেন।

হাসাপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ জুন ৯ ব্যাক্তির নমুনা পরীক্ষায় ৩ জন, ৬ জুন ৮ জনের মধ্যে ১ জন, ৭ জুন ৯ জনের মধ্যে ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে নমুনা পরীক্ষা করলেই কেউ না কেউ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত রোগীরা বেশির ভাগই নিজ বাড়িতে ডাক্তারের পরমর্শে চিকিৎসা নিচ্ছেন।

তথ্য সূত্রে জানা গেছে, গত ১ মে হতে চলতি মাসের ৮ জুন পর্যন্ত চৌগাছায় ২৪ জনের করোনা পজিটিভ হয়েছে। যার মধ্যে পৌর সদরে ৮ জন ও ১৬ জন উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৮ জুন) ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত রোগীরা হলেন উপজেলার সঞ্চাডাঙ্গা গ্রামের সেলিনা বেগম, চুড়ামনকাটি হৈবতপুর গ্রামের মহিদুল ইসলাম, চৌগাছার ঋষিপাড়া মহল্লার সুজাল ও বাবুঘাট মহল্লার বাসিন্দা হারুন অর রশিদ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!