শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে যুবককে কুপিয়ে জখম

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি বাজারে কেরাম খেলাকে কেন্দ্র করে গোলযোগে আক্তার (৩৫) নামে এক যুবককে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করা হয়েছে। এসময় তার গলায় থেকে ১ ভরি ওজনের সোনার চেন ছিনিয়ে নেয়া হয়।

এ ঘটনায় চিহ্নিত সদর উপজেলার চুড়ামনকাটি কলোনীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে ইসতাক, একই এলাকার মৃত রফিউল্লাহর ছেলে আমির হোসেন ও মুজিবর রহমানের ছেলে আল-আমিনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

চুড়ামনকাটি কলোনীপাড়ার আব্দুল জব্বার বিশ্বাসের ছেলে শরিফ শুক্রবার দুপুরে কোতয়ালি থানায় দায়ের করা মামলায় বলেছেন, মৃত শওকত আলীর ছেলে আক্তার সম্পর্কে তার দুলাভাই। বিগত ৬/৭ মাস পূর্বে দুলাভাইয়ের বাড়ির সামনে কেরাম খেলাকে কেন্দ্র করে ইসতাকের সাথে আক্তারের গোলযোগ হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ৮ টায় ওই আসামিরা পরিকল্পিতভাবে আক্তারকে ডেকে বাড়ির পিছনে মাঠে নিয়ে যায়। সেখানে আমির হোসেন ও আল আমিন আক্তারকে ধরে এলোপাতাড়ীভাবে মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন