শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে গোখরা সাপের ৬০টি ডিম উদ্ধার

যশোর প্রতিনিধি

যশোরের গাওঘরা গ্রামের একটি বাড়ি থেকে গোখরা (কিং কোবরা) সাপের ৬০টি ডিম উদ্ধার হয়েছে। বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট গাজীপুরের একটি টিম সোমবার এ ডিম উদ্ধার করে। তাদের এ কাজে সহযোগিতা করে যশোর বনবিভাগের কর্মীরা। গাওঘরা গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে আসাদুল ইসলামের বাড়ি থেকে এ ডিম উদ্ধার করা হয়।

গোখরা সাপের ডিম উদ্ধার টিমের প্রধান বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের ফরেস্টার হাফিজুর রহমান জানান, গোখরা সাপটি আসাদুল ইসলামের ঘরের পাশে একটি গাছের শেকড়ের নীচে ডিম পাড়ে। ওই গাছটি কাটার সময় সাপ থাকার বিষয়ে টের পান বাড়ির মালিক। তখনই সাপটি মেরে ফেলা হয়। এরপর মাটি খুঁড়ে দেখা যায় ৬০ টি ডিম রয়েছে। তারা সংবাদ পেয়ে ডিমগুলো উদ্ধার করেন।

হাফিজুর রহমান জানান, এসব ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় প্রায় হয়ে গেছে। তারা ডিমগুলো গাজীপুরের শেখ কামাল ওয়ার্ল্ড লাইভ সেন্টারে নিয়ে গেছেন।

বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির উদ্দিন আকন্দ বলেন, ডিমগুলো ইনকিউবেটরে রেখে বাচ্চা ফুটানোর চেষ্টা করা হবে। বাচ্চা ফুটলে সেগুলো ছেড়ে দেয়া হবে সুন্দরবনে। দ্বিতীয়বারের মতো তারা যশোর থেকে উদ্ধার হওয়া ডিম থেকে বাচ্চা ফুটানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন পরিচালক।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন