যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের ভ্যানচালক শুকুর আলী হত্যা মামলার আসামি রাজু বিশ্বাস ওরফে টুটুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম আসামির জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজু বিশ্বাস একই উপজেলার ধোপাদী গ্রামের ভ্যানচালক শুকুর আলী হত্যা মামলার একমাত্র আসামি।
রাজু আদালতে জবানবন্দিতে জানিয়েছে, গত ৩ এপ্রিল তার ভ্যান-রিকশা মেরামতের দোকানে যান শুকুর আলী। এরপর ভ্যান মেরামত করান। মজুরির টাকা কাজ শেষে সন্ধ্যায় ফেরার পথে দেয়ার কথা বলে শুকুর আলী চলে যান। সন্ধ্যায় ফেরার পথে রাজু বিশ্বাস তার কাছে পাওনা টাকা চাইলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রাজু বিশ্বাস তার হাতে থাকা রেঞ্জ দিয়ে শুকুর আলীর মাথায় আঘাত করেন। তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেননি বলে জানান রাজু।
এদিকে, এ ঘটনায় শুকুর আলীর স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে রাজু বিশ্বাসের নামে থানায় মামলা করেন। এ ঘটনার পর থেকে রাজু বিশ্বাস পলাতক ছিলো। রোববার যশোর শহরের ঈদগাহ এলাকা থেকে রাজুকে আটক করে পুলিশ।
খুলনা গেজেট/এমএইচবি