যশোর শিক্ষাবোর্ড কর্মচারী লীগ থেকে ২৭ জন নেতা পদত্যাগ করেছেন। দীর্ঘদিন সংগঠনের কোনো কার্যক্রম না থাকায় নেতৃবৃন্দ পদত্যাগ করেছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শনিবার (২৯ মে) যশোর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পদত্যাগ পত্রটি গ্রহণ করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সংগঠন থেকে পদত্যাগ করা নেতৃবৃন্দ হলেন, সহসভাপতি রওশন আলী, আবুল হোসেন, মশিয়ার রহমান, শাহনাজ পারভীন ও রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার, শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, অর্থ বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক শ্রীতন কুমার দাস, প্রচার সম্পাদক আনিচুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নিলুফা সুলতানা, কার্যকরি সদস্য আব্দুল মান্নান, নূরজাহান, মিজানুর রহমান, কামরুল ইসলাম, ফজর আলী, দাউদ হোসেন, সমেন্দ্রনাথ, মমতাজ বেগম, সুরুজ প্রধানিয়া, শহিদুল ইসলাম, মফিজুর রহমান, আইনুল হক ও তমা বেগম।
পদত্যাগকারীরা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দীর্ঘদিন যশোর শিক্ষাবোর্ড কর্মচারী লীগের কোনো কার্যক্রম না থাকায় শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে কোন সমাধান হচ্ছে না। বোর্ডে দু’টি রেজিস্টার্ড ইউনিয়ন থাকা সত্ত্বেও সিবিএ নির্বাচন স্থগিত করা হয়। যার প্রেক্ষিতে দু’বছর মেয়াদি এ কমিটি থেকে তারা পদত্যাগ করেছেন।
খুলনা গেজেট/ এস আই