শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে মৎস্য হ্যাচারি ঘর থেকে মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি

যশোরের চাঁচড়া মৎস্য পোনা বিক্রয় কেন্দ্রের পাশের একটি হ্যাচারি ঘর থেকে শফিক মাহমুদ রাব্বি (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মৎস্য ব্যবসায়ী রিপনের খামারে শ্রমিকের কাজ করতো।

নিহত রাব্বির মা জোবেদা বেগম জানান, বুধবার রাতে যশোর সদর উপজেলার পুলেরহাট মন্ডলগাতী গ্রামের বাড়িতে রাতের খাবার খেয়ে নয়টার দিকে রাব্বি হ্যাচারির ডিউটিতে চলে যায়। এরপর সকালে শুনতে পাই আমার ছেলে মারা গেছে। চাঁচড়ার হ্যাচারিতে এসে ছেলের লাশ দেখতে পাই। সে কিভাবে মারা গেছে সে বিষয়ে কিছুই জানি না।

যশোর চাঁচড়া ফাঁড়ির এসআই সাইদুর রহমান জানান, শফিক মাহমুদ রাব্বির মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ আমরা এখনো জানতে পারিনি। বিষয়টির অনুসন্ধান করা হচ্ছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন