যশোরের চৌগাছার আটটি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত ঘোষিত কমিটিগুলো হলো ফুলসারা, পাশাপোল, সিংহঝুলী, ধুলিয়ানী, জগদীশপুর, পাতিবিলা, হাকিমপুর এবং নারায়ণপুর ইউনিয়ন। শনিবার (২২ মে) সকাল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শেষে রাতে চৌগাছা উপজেলা পরিষদ হল রুমে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে একথা জানানো হয়।
মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী। একই সাথে আগামী পাঁচদিনের মধ্যে এসব ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।
এসময় ব্রিফিং মঞ্চে স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছা পৌরসভার মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহবুবুল আলম রিংকু উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় বিভিন্ন ইউনিয়নের দীর্ঘদিনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের পদপ্রত্যাশী বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের দাবি, নবীন-প্রবীণের সমন্বয়ে যোগ্যদের কমিটিতে এনে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে হবে।
খুলনা গেজেট/এমএইচবি