শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি

যশোরে অজ্ঞাত এক বৃদ্ধের (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে লাশটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। মরদেহটি যশোর-বেনাপোল সড়কের মালঞ্চি গ্রামের একটি মিলের সামনে রাস্তার ওপর নগ্ন অবস্থায় পড়ে ছিল। তার নিতম্বের বাম পাশে অঘাতের চিহৃ রয়েছে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান বলেন, শুক্রবার সকাল দশটার দিকে খবর পেয়ে সেখান থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। তার নাম পরিচয় কেউ জানাতে পারেনি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন