শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

ছাত্র ও যুবদলের দু’নেতা আটকের পর জামিনে মুক্ত

যশোর প্রতিনিধি

যশোরে ছাত্রদল নেতা নুর ইসলাম রুবেলকে মারপিট ও কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর ও যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে বুধবার পুলিশ আটক করেছে। এর কয়েক ঘণ্টা পর নেতৃবৃন্দ আদালত থেকে জামিনে মুক্তি পান।

সূত্র জানায়, মারপিটের ওই মামলায় বুধবার বেলা ১১টার দিকে পুলিশ শহরের আর এন রোডের রানা স্টিল প্লাজার সামনে থেকে রাজিদুর রহমান সাগর ও আব্দুর রাজ্জাককে আটক করে। পরে এ মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালতে তাদের জামিন আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন