শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় পানিতে ডুবে মিরাজ হোসেন (৩) নামে এক শিশু মারা গেছে। বুধবার সকাল সাড়ে নয়টায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। মিরাজ ওই গ্রামের মুকুল হোসেনের ছেলে।

ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, এদিন সকাল নয়টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশের একটি গর্তে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে সবাই খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের ওই গর্তে জমে থাকা পানিতে তাকে পড়ে থাকতে দেখতে পেয়ে উদ্ধার করা হয়।

দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উত্তম কুমার রায় তাকে মৃত ঘোষণা করেন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন