খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

ভারতকে দেওয়া ওষুধের দ্বিতীয় চালান হস্তান্তর

শার্শা প্রতিনিধি

ভারতে করোনা আক্রান্তদের সহায়তার ওষুধ সামগ্রীর দ্বিতীয় চালান দিল বাংলাদেশ। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার পেট্রাপোলে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির প্রতিনিধির কাছে এই চালান হস্তান্তর করেন। মঙ্গলবার (১৮ মে) বিকেলে বেনাপোল-পেট্রোপোল নো-ম্যান্সল্যান্ডে ওষুধের চালান হস্তান্তর করা হয়।

উপহারের ওষুধ সামগ্রী নিয়ে চারটি কাভার্ডভ্যান মঙ্গলবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে পৌঁছে। সেখানে ২৬৭২ বক্স ওষুধ এবং প্রতিরক্ষামূলক আইটেম হস্তান্তর করেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও পররাষ্ট্র মন্ত্রালয়ের সহায়তায় এসব ওষুধ পাঠানো হয়।

ওষুধগুলো এসেনশিয়াল ড্রাগস লিমিটেডের উৎপাদিত। উক্ত চালানে ১৮ ধরনের করোনা প্রতিরোধক ওষুধের মধ্যে রয়েছে। অ্যান্টি-বায়োটিকস, প্যারাসিটামলস, বিভিন্ন ধরনের ইনজেকশন, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি।

এর আগে গত ৬ মে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের জনগণের জন্য উপহার হিসেবে ১০ হাজার পিস রেমডেসিভির ওষুধ পাঠানো হয়েছিল।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!