বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

বেনাপোল সীমান্তে ৫টি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

শার্শা প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ৫ টি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি। এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা। মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী অভয়বাশ নামক গ্রাম থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়।

২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্রের একটি চালান এনে সীমান্তের অভয়বাশ নামক স্থানে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সুবেদার লাবলু সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রের এ চালানটি আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান সুবেদার লাভলুর রহমান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন